সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ঝিনাইগাতিতে বিভিন্ন অপরাধে ৩ দিনে ২২ জন গ্রেপ্তার 

ঝিনাইগাতি (শেরপুর) প্রতিনিধি 

ঝিনাইগাতিতে বিভিন্ন অপরাধে ৩ দিনে ২২ জন গ্রেপ্তার 

ঝিনাইগাতি উপজেলার গজনী অবকাশ পিকনিক স্পর্টে গত রোববার সন্ধায় মোবাইল ছিনতায়ের ঘটনা ঘটে। ওই সংবাদ পেয়ে ঝিনাইগাতি থানা পুলিশ ছিনতাইয়ের ঘটনায় এসআই দুলাল সঙ্গীয় পুলিশ ছিনতাইকৃত মোবাইলসহ ২ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ছিনতাইকারী আসামি সবুজ মিয়া (২৫) ও আলম মিয়া (২৮)। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে একটি নিয়মিত ছিনতাইয়ের মামলা হয়েছে। গ্রেপ্তারদের শেরপুর কোর্টে প্রেরন করা হয়েছে। অপর দিকে একই রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতি থানার এস.আই সুমন চন্দ্র দেবনাথ ও সংঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া এলাকা থেকে ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন, আলতাব হোসেন (২৮), মাছুদ (৩৫), সুলেমান (৩৫), শেরআলী (২৮), জনকোচ (৩২), সবুর আলী (২২), নূর মোহাম্মদ (১৮), আব্দুল মালেক (৫৫), হাসান আলী (৩২) গ্রেপ্তারদের বিরুদ্ধে জুয়ার আইনে ঝিনাইগাতি থানায় একটি মামলা হয়েছে।

গ্রেপ্তারদের শেরপুর কোর্টে প্রেরন করা হয়েছে। আসামিদের বাড়ি ঝিনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামে। 

গত শনিবার মালিঝিকান্দা ইউনিয়নেরন তিনানী বাজার সংলগ্ন ব্রিজের কাছ থেকে ভারতীয় মদসহ হাতে নাতে ২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন, রেজুয়ান হোসেন শুভ (২৫) ও শুক্কুর আলী (২৫)। গ্রেপ্তারদের নামে ঝিনাইগাতি থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে। এবং তাদের শেরপুর কোর্টে প্রেরন করা হয়েছে। 

এছাড়া গত শনিবার দিবাগত রাত্রে ঝিনাইগাতি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মালিঝিকান্দা ইউনিয়নের টাংগারী পাড়া গ্রাম থেকে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন, মোশারফ (৩২), জহুরুল (৩৮), রহুল আমিন (৩৫), কমল মিয়া (৪৫) ও সোহাগ (২৫) গ্রেপ্তারদের বিরুদ্ধে জুয়াড়ি আইনে ১টি মামলা হয়েছে। গ্রেপ্তারদের শেরপুর কোর্টে প্রেরন করা হয়েছে। আসামিদের বাড়ি মালিঝিকান্দা ইউপির টাংগারী পাড়ায়। 

গত ৩ দিনে ঝিনাইগাতি থানা পুলিশ ভারতীয় মদ, জুয়া, নিয়মিত মামলাসহ সি.আর মামলায় ২২ জনকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে ঝিনাইগাতি থানা ওসি মনিরুল আলম ভূইয়া জানান আইন শৃঙ্খলা সাভাবিক রাখতে ও জনগণের জান মাল রক্ষায় ঝিনাইগাতি থানা প্রাশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে। ঝিনাইগাতি থানার তৎপরতার কারণে ঝিনাইগাতি উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও অপরাধ প্রবণতা হ্রাস পাচ্ছে। 

টিএইচ